রং বাজারে আজব সওদা
আসল কড়ি দিয়া কিনে, কানা বেটা হয়ে ফেদা।।
'কুনতুম আমওয়াতান' নিজ প্রমাণে মহাদান।
'ছুম্মা ইলায়হে তুরজাউন', আছে মহা কথার বাধা।।
জাগ্রত আর নিদ্রিত, আসা যাওয় এই মত।
আসা যাওয়া ভেলকি বাজার, জুয়াবাজীর পূর্ণ ধাঁধা।।
আবদুল আযীযে কয়, যদি আসল পেতে হয়।
রেয়াজতে দিল লাগাইয়া, মুর্শিদ হইবে ফেদা।।