মনরে আমার, আপন দেশে যাবে কবে হইছনি তৈয়ার।
মনরে আমার, বিদেশে থাকিতে আর নাহি মিশে মন আমার।
অচিনা হইলা নাকি নিজ দেশ তোমার।।
মনরে আমার, এই বিদেশে অন্ধকার, কানা লোকের হাট বাজার।
কানায় কানায় বেচাকিনা আসল নকল নাই বিচার।।
মনরে আমার, 'আজ আলুল আলেহাতা, ইলাহাও অহেদান' কথা।
কাফে রে কয় করলেন নবী সকল মাবুদ একে সার।।
মনরে আমার, 'ইন্না হাজা লা শাইউন' তাহার পরে উজ্জাবুন
আশ্চর্য চীজ বুঝল তারা, খোদা বলেন এই প্রকার।
মনরে আমার, কোরআন বাণী ইহা, দিশাহারা হইয়া রহা।
আপন দেশ অচিনা রইলে হবে কি নিস্তার।
মনরে আমার, আবদুল আযীযে কয়, নিজ দেশ যার চেনা হয়।
বিদেশে থাকিবে কেন, সদা যথা অন্ধকার।।