বুঝিতে পারিলাম বন্ধু কিছু নাই আমার।।
আছমান জমিন যত ইতি সকলই তোমার।।
লিল্লাহে মা ফিছ ছামাওয়াতে, অল আরদে আছে তাতে।
তোমার বাক্য প্রকাশিলে কোরআন মাজার।
মান অপমান যত ইতি, সকলই তোমার স্থিতি।।
আমার বাহানা কইরে ভুগন্ত তোমার।।
আমার রূপে তুমি সেজে, আমায় রেখে দোষের মাঝে।
নির্দোষী হইলা তুমি, ইহা কি তোমার বিচার।।
লিল্লাহে আয়াতে কয়, সকলই তোমার হয়।
দোষের বেলায় আমায় কেন, দলিলে তোমার।।
তোমার দলিল তোমায় দিয়া, আমি রইনু অবসর হইয়া।
ভাল মন্দ যত ইতি তোমার প্রচার।।
আমি যদি আমি রই, তুমি আবার থাকবে কই?
আমার রূপে তুমি সেজে হয়েছ উদ্ধার।।
শিশু সেজে প্রকাশ হইয়ে, রোগ সাজিয়া রোগী হইয়ে।
বৃথা অপর নাম ধরিয়া চালাকি তোমার।।
আবদুল আযীয নাম ধরিয়া, কলঙ্কের হার পরিয়া।
বিরাজ কর নিজ কেীশলে কুমিল্লা দরবার।।