শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩০

মানুষ কি হয় শুধু বেশে।
মানুষেতে যে ধন আছে, খোঁজলে মিলে আপন দেশে।।
মনুতে মানব বটে, আদম আদমের তটে।
বুনিয়াদ বিভিন্ন দেশে কথা বলে ভিন্ন ভাষে।।
মাতৃভাষা একই ছিল, পরস্পর ভিন্ন হল।
নান ভাষা কোথা হইতে আবিস্কার হল এসে।।
এ ভাষা আর ঐ ভাষা, অমিলনে লাগল দশা।
তদ্রুপ পশুর ভাষা বুঝে না নামের মানুষে।।
বিন পড়াতে সকল ভাষা, যে বুঝিল ভাষার ভাষা।
রংমহলে চায় তামাশা, আবদুল আযীয বলে বসে।।