মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬২

মন তুমি চড়িয়াছ স্বপনের ঘোড়া।
মনে মনে মিছরি খেয়ে, খুশীতে হও পারা পারা।।
মন রে, 'নাছুতের' ভেলকিবাজী, তাহাতে রহিলে মজি রে
'মালকুতে' দেখ না খুঁজি, কোন রূপে কি দিছে ধরা।।
মন রে, 'জাবারুতে' যদি যাবি, 'কুল্লু রুহিন আমরে রাব্বী' রে
করিল কোরআনের খুবি, এক প্রাণে জগৎ জোড়া।।
মন রে, এশকেতে খাইয়া লাঠ, ভাঙ্গিয়া 'নাছুতের' হাট রে
ভক্তি দর্পণ করি ঠাট, 'কিবরিয়া'য় থাকিও খাড়া।।
মন রে, শক্তিময় লাহুত পুরে, 'হুহু' শব্দে বাদ‍্য করে রে
'আয়নাল হক' ডাক ধরে, তোতা মিয়া ভেবে সারা।।