অ মন, সন্ধান পাইছ নি।
'অহুয়া মা আকুম' কেয়ছা মেহেরবাণী।।
মন রে, শূন্য ঘর ছিল তোমার অপূর্ব কাহিনী
'নাফাখতু ফিহে মির রুহিন' হেকেমতের ধ্বনি।।
মন রে, কিবা বস্তু ফুঁকা হল, কিবা তার মানি
'অহুয়া মা আকুম' খোদে খোদার বাণী।।
তারপরে সেজদার জন্য হুকুম রব্বানী
সেই সেজদা কেবা পাইল ভেদ জান নি।।
মন রে, শূন্য ঘর অন্ধকার জান তার মানি
রুহের তাজাল্লির গুণে, সে ঘর রৌশনী।।
মন রে, মুর্শেদের খেদমতে পাবে, আসল কাহিনী
রুহু খোদা বটে জুদা, শরীয়তের বাণী।।
মন রে, রুহু খোদা নহে জুদা, তোতা মিয়া জানি
ভেদাভেদে রইল জুদা, সে কথা বাতেনী।।