শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬৯

আশেকের কীর্তন না হইলে অশান্তির মূল কারণ।
নিজ কীর্তনে শান্তি নিচ্ছে মহাপ্রভু নিরাঞ্জন।।
বিল্লালে আযা কহিলে, আরশে বারী খোশ হালে।
আশেকের আযা না পাইয়া নবীর নামাজ হয় বারণ।।
বিল্লালের এশকখানি উলটিল নবীর বাণী।।
বিল্লাল আযা না কহিলে, নামাজ বাতেল হাতেফ কন।।
এশকবাজীর কৌতুহলে, থেকে আনন্দ মহলে।
অ-জপাতে আবদুল আযীয, হালে খুশী শান্ত মন।।