শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯৫

প্রাণ কান্দেরে, কোথা বন্ধে পাই।
যাহার লাগি জ্বলে পুড়ে হইয়া রইলাম ছাই, ঘরে কিছু নাই।।
দেশ বিদেশে ঘুরলাম কত তাকে অন্বেষিয়া।
আমায় ছেড়ে কেমন করে রহিলা লুকাই।।
বন্ধুর কাছে রব আমি কোন পথে আসিব।
নানা দিকে নানা পথে ঘুরে দেখলাম নাই, শুধু ধাধা পাই।।
দিলের পথে মিলেরে বন্ধু, বুঝিনু সন্ধানে।
এমন সরু দেশে থাকে ভেজাল চক্ষে নাই, কৌশলী কানাই।।
দিল দরিয়ার পাড়ে বসে করি নিরীক্ষণ।
আবদুল আযীয করে খেলা নিয়ে মূল কানাই, নিজ নগরে পাই।।