বন্ধু, একা রইতে আমি পারিনা।
তুমি আমায় ছেড়ে রইও না।।
বন্ধু, যখন ছিনু নিজ মন্দিরে, বলেছিলা তুমি মোরে।
আমাকে ছাড়িয়া তুমি কখন কোথা রবে না।
বন্ধু, হৃদ কমলে রও বসিয়া, প্রেমসুধা পান করিয়া।।
অমরপুরে সদা মোরা, দুইয়ে রব একজনা।।
বন্ধু, কথা দিয়া কথা নড়া, নিজ শাস্ত্রের আইনে ধরা।
সরকার বাদী মামলায় পড়ে, আপন গৌরব ছেড় না।।
বন্ধু, আবদুল আযীয অক্ষম হইল, মামলা বাজী ছেড়ে দিল।
তব প্রেমে মজে রইল, ছুটে গেল বাহানা।।