শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৩

শুন বলি মন গোপন কথা।
গোপনে গোপন রইয়া গেল, গোপনের নাই খাতালতা।।
উম্মুল কোরআন ফাতেহা ছুরা, দিল কোরআন ইয়াছিন ছুরা।
রুহু কোরআন কুলহু আল্লা, কি হেকমতের কথাবার্তা।।
আদমের সৃজনকালে, তাহার মুখে ফাতেহা খোলে।।
কালামুল্লা প্রকাশ পাইয়া, হইল কোরআনের মাতা।।
কালামুন্নাছ মাতা হইল, কালামুল্লা প্রকাশ পাইল।
লওহ মাহফুজে কোরআন লেখা, বুঝে দেখ আজব কথা।।
মানুষের কথা খোদার কালাম, এক জায়গাতে পাইল স্থান।
বিচার জানলে নাই অপমান, আযীয বলে এই কথা।।