শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৪৪

বুঝিতে পারিলাম তোমার রূপের বাহার।
আমি রূপে প্রকাশ হয়ে গোপনে কারবার।।
বস্তু রূপে মালিকী স্বত্ব, হইল আমার তত্ত্ব।
মৃত‍্যুর পর ওয়ারিশ না থুইলে বাদশার অধিকার।।
'আল ইনছানু ছেররুন, আনা ছেররুন নাছ' কথন।
ইঙ্গিতে বলিয়া বাক‍্য অসীম হুশিয়ার।।
মাখলুক সেজে নশ্বর হও, খালেক হইয়া দলিল দাও।
ধ্বংস রূপে মাখলুক হইয়া খালেকে তৈয়ার।।
অ তোএজ্জো মান তাসাউ, অ তুজেল্লু মান তাসাউ।
আপন ইজ্জত কাকে দিয়া বুঝলে চমৎকার।।
প্রথমা আর পূর্ণিমা, অমাবস‍্যার মহিমা।
এক চন্দ্র হইতে দেখ কেীশল অপার।।
তেমনি তোমার ইতি নিতি, আহাদ রূপে আছ স্থিতি।
অপ্রেমিকের চক্ষে ঠুলি পড়িল এবার।।
প্রেম জোশে প্রেমিকগণে, প্রেম খেলিয়া তব সনে।
কলঙ্কের অলঙ্কারে ভূষিত সংসার।।
খালেক মাখলুক ফানা কিয়া, আনা মাঝে বাকী রইয়া।।
হামেহাল প্রেম বিতরণ, ফুরাইল না আর।।
আবদুল আযীয মাখলুক হইয়া, খালেকেরে তালাশিয়া।
স্বপ্ন ছুটে দেখতে পাইল, আপন ঘরে সার।।