কে যেন আমার বুকে হানে বজ্রবান!
না দেখি উত্থান বিশ্বাসে পড়িনু ফেরে তালাশে কল্যাণ।।
গন্দম বৃক্ষ তোরে বলি, ফাঁকে মোরে ফেলি দিলি।
নিজ কুদরতে বানাইলি আমায় না ফরমান।।
তোমার নিকট যেতে মানা, ছিল মোর ভাল জানা।
ভুলিনু প্রভুর মানা তোর কুদরতের শান।।
তুমি কে তা বল মোরে, কেমন কুদরতের জোরে।
ভুল লাগাইয়া অন্তশ পুরে করলা পেরেশান।।
আল্লাতায়ালা কাদের গনি, সর্বস্থানে আছেন তিনি।
'আলা কুল্লে শাইঈন কাদির' তাহার বাখান।।
আল্লার নিষেধ পরে, তব শক্তি এসে ঘিরে।
পরিচয় দিয়া মোরে বাঁচাও পরাণ।।
পরিচয় পেল যারা, মনানন্দে রহে তারা।
সকল দুঃখ পাশরিয়া প্রেম বাগানে যান।।
প্রেম বাগানে ফুলের কলি, ফুটিলে আনন্দে অলি।
গুণগুণ রবে নৃত্য করে, করে মধু পান।।
তোমার পরিচয় পেয়ে, আবদুল আযীয বজ্র খেয়ে।
ঘুরে পরে নিজ ভবনে করে সুরা পান।।