বাছা কোরআন চিন নি।
যে কোরআনে পরহেজগারী, মাঝে মাঝে খনি।।
লৌহ মাহফুজে কোরআন লেখা, আদম তনে পাইবা দেখা।
প্রাণের লৌহে কোরআন জারী, পড়ে কাদের গনি।।
সে কোরআনের অর্থ নিয়া, যে পড়েছে বান্ধি হিয়া।
আসমান জমি ভেদ করিয়া হইল রৌশনী
অসীম সেই কোরআনের পড়া, পাইল পন্থা আশেক যারা।
রসে সদা মুগ্ধ তারা অতুল কাহিনী।।
আশেকের এশক ছাচ্চা, পাখাধারী পাখি যেয়ছা।
অপ্রেমিক পাখাশূন্য পাখির মত মানি।।
আবদুল আযীয বলে বাছা, আশেক হইবে ছাচ্চা।
নয়ত শুধু চিনির বস্তা গর্ধব বহনী।।