অ মন, কাহাকে কাফের বইল না।
কাফের বলা শক্ত লেঠা, জাহেল বেটা বুঝো না
কাররাম পদ আদমে পায়, আল্লার কালামে শায়।
'লাকাদ কাররামনা বনি আদামা' কোরআন শরীফ দেখ না।।
'লা ইলাহা ইল্লাল্লাহু' ফারাহাতের চাবি এই হু।
মোহাম্মাদুর রাসুলুল্লাহ তাতে আছে জানা।।
রাব্বিল আলামিন যিনি, রহমান রাহিম তিনি।
'আনা রাব্বুন' তাহার দাবী, আর কাহারও না।।
কাররামের কাফ লইয়া, ফারাহাতের ফে লইয়া।
রব শব্দের রে রাখিয়া, কাফ ফে রে রচনা।।
কাফ অর্থ বখশিস করা, ফে অর্থ খুশী করা।
রে অর্থে প্রভু শক্তি, লোগাত খুলে দেখ না।।
কাহাকে কাফের বলিলে, খোদা হওয়ার সাক্ষী দিলে।
কাফের অর্থ খোদা বুঝায়, এলেম থাকলে ঘোষণা।।
তাই কাহাকে কাফের বললে, নিজে কাফের হইয়া গেলে।
ইহার মধ্যে কি ভেদ আছে, খোজ করিয়া দেখ না।।
লা শরীক আল্লাহ তায়ালা, নাহি তার লাড়কা বালা।
স্ত্রী পুরুষ আয়েব হইতে সদায় পাক রব্বানা।।
কাহাকে কাফের বলিয়া, নিজে গেলা কাফের হইয়া।
বিবি তোমার কেমনে থাকবে, খোদার বিবি থাকেনা।।
কি করিয়া ইমাম হবে, লোকের নামাজ বাতেল হবে।
পুনঃ কলমা না পড়িলে বান্দায় গণ্য হবে না।।
আবদুল আযীয তোমায় বলি, কাহাকে দিও না গালি।
প্রেমময়ের খেইল দেখিয়া নামের মধু রসনা।।