কোরআন তোমায় চিনতে গিয়ে, পড়ে গেলাম বিষম গোলে।
গোল ভাঙ্গিয়া মীমাংসাতে, দেখতে পাইলাম জগৎ ভুলে।।
তিন তাসের খেলার মত, চলছে জগৎ অবিরত।
যে বুঝিল ভুল ভাঙ্গিল, সত্যের আলো জ্ঞানের ফলে।।
ফাতেহা কোরআনের মাতা, কুলহু আল্লা রুহের কথা।
ছুরে ইয়াসিন দিল বলিয়া, দলিলে তাহার খবর মিলে।।
হাদিছে খবর আছে, হাশরে খোদার কাছে।
কোরআন শরীফ সাফী হবে, ইজ্জতের হাফেজ হলে।।
লওহ মাহফুজে কোরআন লেখা, দলিলে তা আছে দেখা।
শব্দ আছে ছুরত নাই, কাহার মুখে কালাম বলে।।
দিল রুহু আর মাতা থাকলে, তাহাতে কলব মিলে।
নাতেক কোরআন নাম হইল, অক্ষরে তাঁর ছায়া রইলে।।
নাতেক মতলক জানতে গিয়া, উলটিয়া পড়ল হিয়া।
বুঝলাম আদম নাতেক কোরআন, সাফি হয় তাঁর হাফেজ হলে।।
মানজাল্লজী ইয়াশফাউ, যাকে হুকুম সাফি সেহু।
মতলক কোরআন খবর করে, পড়িয়াছে অন্ধ ভুলে।।
নাতেকের হাফেজ হলে, আউলিয়ার জমাত মিলে।
বেলায়েত নবুয়তের পরদা হটে রওশন হলে।।
প্রাণের লওহে কোরআন খানি, পড়তে আছে দিন রজনী।
আবদুল আযীয অনবসরে, হুজরা-নশীন হয়ে রইলে।।