বাছা বলি রে তোমাকে, বলি রে তোমাকে।
কলব শূন্য পাথর কণার বুলি দিল কে।।
আবু জাহেলের হাতের মুঠে, ছয় পাথরের বুলি ফুটে।
রেছালাতের সাক্ষী দিল নবীজির পক্ষ থেকে।
হিংসায় অন্ধ আবু জাহেল, অন্ধ তার হৃদয় মাহফেল
দেখিল না সে কারণে পাথরে রুহু কে ফুঁকে।।
মারেফাতে কামেল হলে আপন জীবনের বলে।
মুর্দা জিন্দা করতে পারে আপন জীবন থেকে।।
মারেফাত গোপনে থেকে তাবলীগে শরীয়ত রেখে।
মোজেজা বিকাশের নামে রাজত্বের কৌশল থাকে।।
আবদুল আযীয বলে বাছা, কামেল হইবা সাচ্চা।
বুঝিতে পারিবে তবে মোজেজা বলে কাকে।।