আজ কেন গো এমন লাগে, ঘরে রইতে পারি না।
'হায় হাসান, হায় হুসেন' কারবালার নমুনা।।
রঙ্গিন কারবালা ভূমি, শহীদানের রক্তের খনি।
বান্দিল ফোরাতের পানি আশকিয়ার ঘটনা।।
দুই কানের দুই বালা, নবী ছাবের লুলু লালা।
আছমানী জমিনি শক্তি দুই বদনে এক নমুনা।।
গুরদা বলি শাহ আলি, বাজু বন্ধ ছিল ঝুলি।
বিনমল যমের তলোয়ারে শহীদ হওয়ার বাহানা।।
পাঁচের পিঠে পাঁচ দিয়া গেল যখন বিয়োগ হইয়া।
পাঁচে পাঁচে পাঁচ মিলিয়া শূন্য দেখে কোন জনা।।
আবদুল আযীয দেখে ধন্ধ, কি আশ্চর্য প্রতিবন্ধ।
পাঁচে পাঁচে মিল করিয়া রাঙ্গা রক্তে ভূষণা।।