আমি শ্যাম দরিয়ার কুল পাইলাম না।
অকূলে পড়িয়া গেলাম, কূল পাওয়ার ভাজ হইল না।।
অ বন্ধুরে, আপনা ফাঁদে আপনে পড়ে, ডুবে গেলাম শ্যাম সাগরে।
অকূল তরঙ্গ দেখে হৃদ কমলে মানে না।।
অ বন্ধুরে, বাহাদুরী নাম বাড়াতে, 'কুন' শব্দের খাজানাতে।
লামের ফান্দে নিজকে বেন্ধে প্রেম জ্বালা আর সহে না।।
অ বন্ধুরে, ঘরের চালে অগ্নি দিয়া, পালালাম ভিতরে গিয়া।
প্রেমানলে জ্বলে পুড়ে নাই ত ঘরের নিশানা।।
অ বন্ধুরে, প্রেম আগুন নিবাইতে গিয়া, শ্যাম দরিয়ায় ঝম্প দিয়া।
প্রবল স্রোতে ধরল টেনে, ভাসিতে আর দিল না।।
কুল্লে শাইঈন হালেক হইল, বন্ধু বান্ধব সবই গেল।
আবদুল আযীয আপন হারা হইয়ে রইল কুমিল্লা।।