মন রে বৃহস্পতি, তুমি পরের রাজ্যে কর বসতি।
ভাগে ভাগে রাজ্য যাবে, না রবে তোমার স্থিতি।।
'আরবা আনাছ' এর রাজ্য, পঞ্চভূতে মিলি ধার্য্য
তাতে তুমি চালাও কার্য্য, হইয়া অধিপতি।।
আঠার হাজার রাজ্য, নানা রঙ্গের সু আশ্চর্য্য
সর্ব ঘটে তোমার কার্য্য, তোমার অনুমতি।।
কুল্লু শাইন হালেক হইলে, বাকি শুধু তুমি রইলে
কোথায় তোমার হুকুম চলে, কিবা তোমার গতি।।
তুমি মোর কথা ধর, বাকা রাজ্যের তালাশ কর
ফানা দেশের বাদশাই ছাড়, যদি চাহ অব্যাহতি।।
না হইও চঞ্চল মতি, ফানাতে বাকা স্থিতি
তালাশ কর রতি রতি, পূরিবে আরতি।।
ফানা বাকার পেচে পড়িয়া, তোতা মিয়া ধন্ধ হইয়া
জগৎপুরে রইল বইয়া বিকলিত মতি।।