মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৫৫

কুমিল্লায় ফুটিল এক নব রঙ্গের ফুল।
সৌরভে হইয়া মত্ত নাচিছে বুলবুল।।
ফুটিয়াছে মকরন্দ, প্রেমিক অলি হইল বন্ধ।
অপ্রেমিকের লাগল ধন্ধ, বড় গণ্ডগোল।।
দেখিয়া ফুটন্ত কলি, ঝাকে ঝাকে আসে অলি।
তন মন দেয় ঢালি, হইয়া আকুল।।
কেহ করে মধুপান, কেহ করে গুণগান।
না বুঝিয়া লান তান, গায় নামাকুল।।
কমলেতে মধু ভরা, ঝাকে উড়ে প্রাণ ভোমরা।
ভক্তজনে পাইল ধরা, আনন্দে বেভুল।।
ফুটল কলি মনোলোভা, নবরঙ্গে দেখতে শোভা।
মুকলিত রাত্র দিবা, গন্ধে বেআকুল।।
কি দিব ফুলের তুলনা, সংসারে নাই এই নমুনা।
তোতা মিয়া ভাবে ফানা, লাহুতে বেভুল।।