আমি কি হেরিলাম গো, অস্বাভাবিক বন্ধু আমায় কি বলিয়া গেল।।
'আমি বন্ধুর, বন্ধু আমার' এই ভাবনা ছিল।
বন্ধু বলেন দুই থাকিলে শেরেক হইয়া গেল।।
বিশুদ্ধ মোশাহেদায় ঘটাল জঞ্জাল।
আমি বই আর কিছু নাই, বন্ধুর কথা রইল।।
ফানা গেল ফানা হইয়া আমি রইলাম স্থিতি
ফানাতে থাকিয়া বন্ধু মনান্তর হইল।।
নছ কিতাবে নাহনু আকবর খবর মোরে কইয়া
উকি দিয়া আমার মাঝে লুকি হইয়া রইল।।
বহু দূরে ভাব কেন হইয়া দিনে কানা।
ফানার আন্দর বাকা আছে সাধনায় ঘটিল।
জাতে নূরে যোগ দেখ খেলা চমৎকার।
আবদুল আযীয সে খেলাতে সাম বনিয়া রইল।।