শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪৯

আসল নাকি ঐ চল্লিশের ঘুম।
ধরা শরা হল গড়া বাঁধার আয়োজন।।
ঘুম পাড়াইয়া মাতা যেন নিজ কর্মেতে মশগুল।
কাঁদলে শিশু মায়ের প্রাণে অগ্রে হয় মাতম।।
ঘুম পাড়াইয়া মায়ার ফাঁকে রেখনা রে শ‍্যাম।
আমি তুমি এক মন্দিরে ভেলকিবাজীর রোম।।
ভবের খেলায় সারাবেলা যাদুর মন্দিরে।
আবদুল আযীয যাদু ধ্বংসের করছে আয়োজন।।