মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬৪

মন মাঝি পড়েছ ফেরে, লয়ে ভাঙ্গা তরী রে
অকূল ভব পাড়ি।।
মন রে, মহাজনের পুঁজি নিয়া, এ ভব বাজারে আসিয়া
দিবা নিশি কর জুয়াচুরি।
দমের বাজার পাইয়া সস্তা, কিনিতেছ গিল্টির বস্তা
লাভে মূলে হবে দণ্ডধারী।।
মন রে, ভাঙ্গা দেহ তরী লইয়া, খাস্তার মাল বোঝাই দিয়া
হইয়াছ ঠগের ব‍্যাপারী।
লাভেতে হইল হানি, আসলেতে টানাটানি
লোকসানেতে কিসের বাহাদুরী।।
মন রে, ঠগের বাড়ি ঠগের ঘর, ঠগের বাজার এ সংসার
বেচা কিনা ঠগের দোকানদারী।
পড়িয়া ঠগের ভুলে, বন্দী হইলা মায়াজালে
মুর্শেদ বিনে কে হবে কাণ্ডারী।।
মন রে, আসি ভব পারাবারে, লাভের কুহকে পইড়ে
তোতা মিয়া হল দীন ভিখারী।
'কালু বালা' প্রকাশিয়া, এ ভব বাজারে আইয়া
এবে কেন রইয়াছ পাসরি।।