নিজ রশিতে বন্দী হইয়া উচিত বলা হল দায়।
হায়রে ধৈর্য বিনে কি উপায়।।
উচিত বলতে যাই যদি, জগত জোড়া হবে বাদী।
নিজ বিচারে নিজে বন্দী দোষ বিহনের দায়।।
বোবা যদি স্বপ্ন দেখে, মনের কথা মনেই থাকে।
বুক ফাটে ত মুখ ফুটে না, বলতে না পারায়।।
বাগানে ফুল ফুটিলে, সৌরভে অলিকে ডাকে।
অলি ভ্রমর মধু পানে ঘুরে লালসায়।।
স্বপন ছুটিয়া গেল, বোবার মত রইতে হইল।
সহে না বুকের জ্বালা ধৈর্য থাকার দায়।।
মুখ ফুটাইয়া বলি যদি, নূর নবীর শরার ফন্দি।
পাকা আনার ফুটে যেমন রস বিলাইতে চায়।।
শামসে তাবরীজ উচিত বলে, গায়ের চাম খসাইয়া দিলে!
ধৈর্য আশা রাখি মনে মুস্তফার দায়।।
মনসুর হিল্লাজ উচিত কইয়া, অন্ধ আলেম না বুঝিয়া।
শরার নামে দলিল দিয়া শূলেতে চড়ায়।।
আবদুল আযীয কায়মনে, ধৈর্য ধরার ফন্দি টেনে।
হুজরানশীন হয়ে থাক বোবা লোকের প্রায়।।