মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬৬

মন রে, ভ্রমণকারী
খাকি নূরী ছত্রিশ হাজার, তোমার সওয়ারী।।
তুমি এমন সওদাগর, সওয়ারী তোর বহুতর
ফানা কিংবা বাকা রূপে কর বাবুগিরি।।
সাকার নিরাকার একুনে, বাহাত্তর হাজার গণে
স্তরে স্তরে নাম ধরিছ, মনুরা বেপারী।।
'জুমলা আলম হামাউস্ত' প্রেমিকের তাহা সাব‍্যস্ত
'কুল্লু রূহিন আমরে রাব্বি' বলেন পাক বারী।।
তোতা মিয়া নাম রাখিয়া, আদম ঘোড়া সাজাইয়া
ইচ্ছা যথায় তুমি তথায়, করাও ঘুরাঘুরি।।