শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৭০

মায়হু আশেক আয় পেয়ারে, মুঝপর নজর কিজিয়ে।
হামেশা আরেফ রাহনে মে মাহারুম না কিজিয়ে।।
আউয়াল আখের দিন ও দুনিয়া, সবছে আরেফ হায় জুদা।
তোমহারি এশকে মে ফানা, খোদ বাখোদি কি লিয়ে।।
যবছে ফরমায়া তু 'কুন কুল্লুশাইঈন' হু মৌজুদ।
আহাদে আহাম্মদ বানাকার, এজহারে জাত হো গায়ে।।
এজহারে জাত হোনে মে, এশকে কি ফায়েলতু।
'এয়ছাইকুন ফাইয়াকুনছা', মুঝপর আতা রাখখিয়ে।।
হাল এশকে বেছাল বনকার, বালিনা কি গেরদে মে।
কবহি হ‍্যাস্তি কবহি ন‍্যাস্তি, পুর খালাচি কি লিয়ে।।