শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৭৫

যে ভাবনা ভাবলে ফলে সৃষ্টি বীজের আয়োজন।
সে ভাবনায় থাকে সদা সাধু ফকীর মহাজন।।
স্রষ্টা ভাবা ভাবতে ভাবতে, ফলে আশা সে ভাবেতে।
বিশুদ্ধ ভাবনার ফলে সৃষ্টি রূপের বীজ রোপণ।।
স্রষ্টা সৃষ্টি কাকে বলে, রসিক হইয়া জানতে চাইলে।
ভাবনাতে মিলে তাহা করিলে সদা কীর্তন।।
ফিকির করা মহা ধন, কোরআন শরীফে কন।।
সকল হালে কর জিকির ফিকিরিতে মহাজন।।
যেতে হলে ভাবপুরে, লোকের মন্দ পুষ্প হারে।
গেঁথে গলে পরতে হয়, মনানন্দে দিল রৌশন।।
আবদুল আযীয ভাবপুরে, পৌছিয়াছে অকাতরে।
ইঙ্গিতে বলিয়া দিলেন, বুঝবে যারা মহাজন।।