কে জগতের স্বামী।
আল্লা তায়ালা কাদের গনি, বলেন সবায় আছি আমি।
আমি যথা তথা তিনি, সর্ব শায়ে কিসে গনি।।
জগৎ রূপে সৃষ্টি শুনি, গুপ্তপুরে আছেন তিনি।
অনুমানে তাহায় নমি, 'আজ জাহেরু' নামের ধ্বনি।।
না থাকিলে আমি এথা, স্বামী শব্দ হল বৃথা।।
তবে এখন কেবা স্বামী, জানতে পারে যোগী মুণি।
যোগীগণ যোগসাধনে, থাকে তাহার অন্বেষণে।
পরিশ্রমে বুঝ পাইলে হইয়ে যায় অন্তর্যামী।।
সাধন বিনে বুঝতে পারা, যেমন ধানে আছে ঝরা।
সয়না ইহায় নড়াচড়া, পড়ে ঝরে উষার পানি।।
আউয়াল আখের নাম যাহার, জাহের বাতেন হল সার।
স্তরে স্তরে নাম রহিল, থাকিলে এলমে লাদুনী।।
'আজ জাহেরু' গুণের নাম, আছে তাতে শরার কাম।
আল আউয়াল ঈমানের স্তর, তরিকতে ইহার মানি।।
'আল আখেরু' যাকে বলে, হাকিকতে ইহা চলে।
আল বাতেনু মারেফাতে পাবে মজা দিন রজনী।।
এ চারি স্তর পার হইলে, আহলে মহব্বত সাধন ফলে।
বাহাত্তুরে হবে পাড়ি, একেতে এক হবে মানি।।
আবদুল আযীয পেয়ে সাড়া, একেতে এক বিয়োগ করা।
না হইবে নড়াচড়া, যদি প্রলয় হবে জানি।।