সই গ, শ্যামের প্রেমের এত যন্ত্রণা।
আগে জানলে পিরীত করতাম না।।
সখি গ, প্রেম না করি ছিলাম ভালা, প্রেম কইরা কি হইল জ্বালা
শ্যাম বিহনে প্রাণ বাঁচে না।
শ্যামের প্রেমে পাগল হইয়া গ, জাতি কুলমান চাইলাম না।।
সখি গ, শিখাইয়া পিরীতি শ্যামে, যথা ইচ্ছা তথা ভ্রমে
শূন্য ঘরে আমায় কান্দনা।
কার কাছে কই মনের দুঃখ গ, ব্যথার ব্যথী মিলে না।।
সখি গ, ফাঁকি দিয়া শূন্য ঘরে, যায় বন্ধু দূরান্তরে
দারুণ চক্ষে ঘুম আসে না।
আমার দুঃখে পাখি কান্দে গ, তার মনে না হয় করুণা।।
সখি গ, একূল সেকূল দুইকূল ছাড়া, লোকের কাছে হইলাম বৈরী
কেহ মোরে ভালবাসে না।
বন্ধু বন্ধু বন্ধু বলি গ, আমার 'হুহু'র ঘোষণা।।
সখি গ, যার জন্য যার প্রাণ যায়, লোকের কথায় কিবা পায়
আমি বুঝি আমার বেদনা।
বন্ধ্যা নারী প্রসব বেদন গ, কোন কালে বুঝে না।।
সখি গ, শ্যাম বন্ধুয়ার প্রেমের সুতে, লোকের মন্দ তছবি গেঁথে
গলেতে পড়েছি মালা দানা।
বিরহীর প্রেমের অনল গ, জল দিলে আর নিবে না।।
সখি গ, তোতা মিয়া কপাল পোড়া, না পাইল বন্ধুর ধরা
অধর কালা ধরা দিল না।
ধরায় ধরিতে তারে, তোমরা কেহ চাইও না।।