শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪৬

দয়াল নবীজি, চন্দ্র খণ্ড ইশারাতে গোপনে তার কি।
দয়াল নবীজি, পুরুষ বলে শরার খবর চন্দ্র নাম যার।
'আশ শামছে অদ্দুহা' তুমি কোরআনের বাণী।।
দয়াল নবীজি, গোপনেতে সূর্য তুমি মেয়ে মনোয়ার।
তাই ইঙ্গিতের ছলে তব পূজা খানি।।
দয়াল নবীজি, 'লা উলা কালামা' হাদিস পড় তোমা খোদ বাণী।
তব প্রেমে ইহ পর খোদাই কাহিনী।।
দয়াল নবীজি, তৌহিদগঞ্জে মুর্শেদরূপে মেয়ে ও পুরুষ।
'অল কামারে এজা তাল্লাহা' কোরআনের খনি।।
দয়াল নবীজি, না বুঝিয়া জীবন গেল অকারণে বইয়া।
আবদুল আযীয বলে তুমি প্রেমের শিরোমণি।