খেলার পুতুল স্তরে স্তরে।
'কুলির রুহে মিন আমরে রাব্বি' ফুরকানে প্রচার করে।।
পুতুলে পুতুলে বাদ ঘটল ভবে বিষম প্রমাদ।
আপন অস্ত্রে আপনি মরে, মরায় মরায় খেলা করে।।
হারি জয় কিসের ভয়, সকলই তামাশাময়।
ফানা বাকায় পেচ লাগিল চেয়ে দেখি রং বাজারে।।
কখন কাঁদি কখন হাসি, কখন কর্মে মুগ্ধ থাকি।
নূতন পুরাণ নাই এ দেশে সব ফুরাল বাঁশির সুরে।।
আবদুল আযীযে কয় সারাবেলা খেলাময়।
অনাদি অনন্ত লীলা মরা নগর অমরপুরে।।