শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯৪

দারুণ মন, কথা শুন না।
পর কিতাবে দিন কাটিলে, দিল কিতাব বুঝলা না।।
ভবসাগর দিতে পাড়ি, ছয় জন ডাকাতের কাচারী।
লুটে মাল রাখে তারা, ফাঁক পাইলে ছাড়ে না।।
দিল কিতাব যে জন বোঝে, ত্রিজগতে তারে খোঁজে।
ডাকাত দল মুরিদ বানায়, রাস্তায় মাল কেউ লুটে না।।
যথা ছিলে তথা যেতে, যাও না দিল কিতাবের পথে।
সরল দিলের রাস্তা বিনে মাশুক ধরা পড়ে না।।
আবদুল আযীয সরল হইয়া, ডাকাতের দল মুরিদ বানাইয়া।
জেতা নিয়া মরা বুকে, জুড়ছে খেলা ছুটবে না।।