শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫৭

আমি পইড়ে গেলাম ফেরে, আমি পইড়ে গেলাম ফেরে।।
আজব কলে ঘুরছে আদম, পরাণ কাঁপে ডরে।।
সেই দেশে যেই নবীর নবুয়ত হইল।
সেই দেশের ভাষার দ্বারা শাস্ত্রের কিতাব পড়ে।।
আমি পইড়ে গেলাম ফেরে, রুহের জাত নূর বলে শাস্ত্রের বিধান।
আরবা আনছার পঞ্চভূতে দেহের পত্তন করে।।
আমি পইড়ে গেলাম ফেরে, মানব দেহ রুহু জান, সকলই এক জাত।
তবে কেন ভিন্ন রুপে ভাষা প্রচার করে।।
আমি পইড়ে গেলাম ফেরে, খোদার ভাষা আরবী বলে, বলে মুসলমানে।
হিব্রু ভাষা বলিয়াছেন মূছা নবীর তরে।।
আমি পইড়ে গেলাম ফেরে, নানা ভাষা যে যেখানে করিল প্রচার।
সকল ভাষা বুঝে খোদা, পারে বলিবারে।।
আমি পইড়ে গেলাম ফেরে, আদমের পূর্ব রূপে আদম পয়দা হইল।
এক আদমে সর্বজগৎ পরিভ্রমণ করে।।
আমি পইড়ে গেলাম ফেরে, আদম খোদা বলি যদি শাস্ত্রে করে মানা।।
আদম বিনে আর কে আছে, বুঝ পাইনা অন্তরে।।
আমি পইড়ে গেলাম ফেরে, চক্ষের দেখা কানে শুনা এক সমান নহে।
আদমের ভেদ খোদা পড়িল নজরে।।
আমি পইড়ে গেলাম ফেরে, আবদুল আযীয ঠেকছ কলে, ভাবিলে কি হবে।
নিজ নিন্দা অলঙ্কারে ভূষিত সংসারে।।