শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪০

এশকবাজীর খেলা বুঝা দায়।
যে বুঝিল উল্টা বাওয়ে বাহাত্তর খাটায়।।
বেহেশতে বস্তুর নাম করিতে বলায়।
ফেরেশতা অক্ষম হইলে আদমে শিখায়।।
তখন খোদা হুকুম দিলেন ফেরেশতা সবায়।
উদমকে করিতে সেজদা উস্তাদের জায়গায়।।
শিক্ষাগুরু তাজিম সেজদা পাইল যথায়।
মালায়েকের পূর্ব গুরু কি পাইল তথায়।।
এবাদতের বদলায় পেল দীর্ঘায়ু হইয়া।
জাহেরী আদমের শত্রু গোপনে কি হায়।।
আজাজিল লা-ইন হইল, তাজিম না করায়।
মালায়েকের পূর্বগুরু হইয়া সে কি পায়।।
ইন্নাশ শাইতানা লিল ইনছানে আদাবুম মুবীন।
কোরআন শরীফ দ্বারা প্রমাণ করায়।।
প্রেমময়ের লীলার চক্রে প্রেমবাজী খেলায়।
আবদুল আযীয স্ব-কৌশলে ঘুরিয়া বেড়ায়।।