কে দেখবিরে আয়রে তোরা, কে দেখবিরে আয়।।
বালীনাতে রং-বাজারে, খেলা যেমন যায়।।
নামদারী আলেম যারা, নাবালেগের মত তাঁরা।।
হিংসা পরে অন্ধ হইয়া, আপনা মাথা আপনে খায়।।
কলেজের মাষ্টার পাইয়া, লইল কাতেল বানাইয়া।
শরার নামে ভেলকি দিয়া, কাতলে ঈমান হয়।।
মমিন আলেম হবে যারা, বাতাসে ঘুরে না তাঁরা।
সত্য কথা গোপন করলে, সে ত আলেম নয়।।
নিজের ঈমান রইল কি না, কইরে দেখ কিতাব বিনা।
সত্য হইতে ঠেকতে হবে, আবদুল আযীয কয়।