ভঙ্গিমাতে রসিক চিনা হয়।
রসিক বিনে রসের মর্ম বুঝিবে কে কয়।।
আদমের পৃষ্ঠে ছিনু, কাহার মুখে প্রশ্ন পেনু।
তদুত্তরে 'বালা' শব্দ কার মুখে রূহানী কয়।।
জবাবদাতা প্রশ্নকারী, সাক্ষীদাতার কোন কাচারী।
হা হু হে ধ্বনির উদয়, কোন জায়গাতে কখন হয়।।
আবদুল আযীয পেয়ে দিশা, ভেঙ্গে গেল ভবের নিশা
রসিক চান্দের অসীম রসে বিলীন হয়ে রয়।।