শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৫

আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন ।
প্রেমের পথে আছে রে মন অতি জ্বালাতন ।।
হাকিকি আশেক হইলে পড়বে পথে কাঁটাবন ।
স্থির ভাবে পাশ করিলে হবে কুহে তুর গঠন ।।
মন রে, হাকিকি আশেক যারা কান থুইয়া শুনেনা তারা ।
মুখ থুইয়া কয়না কথা, চোখ থুইয়া ভেকের মতন ।।
মন রে, আউলিয়া ফকীর যারা, মরার আগে মরে তারা ।
হিংসা নিন্দা সব ছাড়া, মুর্শেদ জানে তার জীবন ।।
মন রে, রাবেয়া বছরী প্রেম করিল, পাগলিনী নাম পড়িল ।
মাটির পাহাড় স্বর্ণ হইল, দেখ প্রেমের কি সাধন ।।
মন রে, তবু তাহার সাধ মিটে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না ।
কলঙ্কের অলঙ্কারে রইল সদা স্থির মন ।।
মন রে, 'তালেবুল মাওলা মুজাক্কেরুন' খোতবা পড়েন ইমামগণ ।
তবু তাতে ভাব নিল না, কাষ্ঠের শরীরের মতন ।।
মন রে, কাষ্ঠের শরীর বলা ভুল, কাষ্ঠ হইতে নামাকুল ।
শুকনা কাষ্ঠে প্রেম করিয়া নবীজির পাইল মন ।।
মন রে, আইয়ুব নবী প্রেম করিল, সর্ব অঙ্গ পঁচে গেল ।
উহু আহা না করিল, পুঃন তখন প্রাপ্ত হন ।।
জোলেখা বিবি প্রেম করিল, ইউসুফ নামে দিন কাটাল ।
বুড়া কালে যৌবন পাইল পাইয়া মাশুক দরশন ।।
মন রে, ইব্রাহিম নবী প্রেম করিল, অগ্নিকুণ্ডে পড়তে হল ।
'মা ইলায়কা আন্নি ফালাহ' বলিয়াছিলেন তখন ।।
মন রে, মুছা নবী প্রেম করিল, 'রাব্বে আরেনি' ফুকারিল ।
'লাম তারানী' জবাব পাইল, তুর পাহাড় হইল রৌশন ।।
মন রে, আবদুল আযীয প্রেম করিয়া, গেল জলে মীন হইয়া ।
অরসিকের প্রমাদ ঘটল, জগৎ-জোড়া এই কীর্তন ।।