শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৭

হায়রে ভ্রমণে কি সারে, হারে ভ্রমণে কি সারে।
দীনের নবী শেষ পয়গম্বর কৌশলে দীন জারী করে।।
এখতেয়ারী এজতেরাবী মানবে ঘটিতে পারে।
এখতেয়ারী সাধন হলে মনের নৌকায় মানব চড়ে।।
মনের নাউ পবনের বৈঠা, হলে পর্দা চিরে।
এজতেরারী অপেক্ষাতে, রাখিতে না পারে তারে।।
এজতেরারী মরণ যার, শরীয়ত তার মূলে।
এখতেয়ারী মারেফাতে, কৌশলে রহিল ঘরে।।
আবদুল আযীয বলে ধন‍্য আমেনার সুতে।
সূচের রন্ধ্রে আসা যাওয়া, ত্রিজগত দমের ঘরে।।