প্রভু ডাকি হে তোমায়, অসময়ে ধরছি পাড়ি করবা নি উপায়।
বিষম তরঙ্গ দেখি, ঝড় তুফানের ঘূর্ণিবায়।।
বেলা গেল সন্ধ্যা আসল বন্ধু রইল কোথায়
বাঁকে বাঁকে ঘুরলাম কত, বাঁকের না পাই সীমা ২।।
কোন বাঁকে থাক তুমি বাকা হইয়া হায়।।
শাস্ত্র গ্রন্থ ভেদ আদি, দেখিলাম যত ইতি ২।
নানা মুনির নানা মতে ঘুরে দিন যায়।।
দিল-দরিয়ার প্রেম বাঁকে, সদা বিরাজ কর ২।
দিল দরিয়ার রাহা বিনে কে পাইছে তোমায়।।
দিল দরিয়ার প্রেম তরঙ্গে, বাকা বন্ধুর বাড়ি ২।
আবদুল আযীয সে মঞ্জিলে নির্জনে বেড়ায়।।