শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২৭

বন্ধুরে তোমার এত ছলনা।
কখন কর হাসি খুশী, কখন ভোগ যন্ত্রণা।।
'ইন্নাল্লাহা আলাকুল্লে শাইঈন মোহিত' এই কথা কি বলছ না?
সর্বস্থানে সর্বরূপে বিরাজ কর নিজ কৌশলে।
নামের পর্দায় লুকিয়ে থাক, এইত তোমার বাহানা।।
'অ আল্লামাল আদামা আছমায়া কুল্লাহা'।
আদমের ওস্তাদ তুমি, এই কথা কি বলছ না?
নামের পর্দায় প্রকাশিয়া নিজে খেল নিজকে লইয়া।
আমি তুমি দুই ভাবিলে শেরকিয়াত কি হবেনা?
শরীয়তে জারি কর, আবার সত্য গোপন রাখ।
এই ইনছাফ কে করিবে, সবই তোমার বাহানা।।
সত্য কথা মিথ্যা হইলে, তোমার জাতে আয়েব মিলে।
বুঝতে পারলাম ইহা কেবল গুণবিশেষের বাহানা।।
আবদুল আযীয নাম ধরিয়া, বান্দা রূপে ভাব রাখিয়া।
দিন রজনী তোমার সাথে এশকবাজীর বাসনা।।