শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৫

পাষাণ মন, মনারে, নিজকে চিনিবি কবে?
ইহকালে না চিনলেরে মন, আর কি চিনা হবে রে।।
কোথায় তোমার বাড়ি ঘর, কোথায় তোমার বাস।
কি নামে বিরাজ কর রে মন, করছনি নিকাশ রে।
ফুঁকের গুণে আসলে নাকি বিধানের আবাস।
নিজকে নিজে চিনে দেখ, মুলুক ধান্দার চাষরে।।
কি হালেতে বসত আমি, তন্দ্রা নাই তোমার।
কখন থাক আরশ পরে, কখন সর্ব নীচে রে।।
কি নাম তোমার বল, কেউনি আছে সাথে।
কোথা হইতে আস তুমি, আবার কোথায় যাও রে।।
'লাতা খুজুহু ছানাতাও অলা নাওম' আছে।
তন্দ্রা নিদ্রা বিনে সদা, কেমনে জীবন বাঁচে রে।।
আবদুল আযীয হইয়ে ফানা, কিতাব পইড়া হইল কানা।
যাহার কিতাব তাকে দিয়ে নিজের কিতাব খোল রে।।