পাইতাম যদি রাখতাম তোরে হৃদয় কমলে।
তোমার লাগি হতভাগী দহি অনলে।।
বন্ধু, মাটির ঘরে বন্দি করি, করিতেছ যেই চাতুরী
বলতে গেলে ছাতি ফেটে যায়।
সইতে না পারি বালা, দেখা দে রে চিকন কালা,
বুক ভেসে যায় নয়নের জলে।।
বন্ধু, রোজ মিছাকে তোমা সনে, দেখা ছিল ঐ কাননে,
প্রেমালাপ ছিল দুজনে।
আমি যথা তুমি তথা, বলেছিলে এই কথা,
আশা দিয়া রহিলে কৌশলে
বন্ধু, এত যদি ছিল মনে, পিরীতি শিখালে কেনে,
কলঙ্কিনী করিলে মোরে।
পাইয়া অবলা বালা, বুকে দিছ কত জ্বালা,
'হু' নামে কি? যাইব জ্বলে।।
বন্ধু, অবলারে দিয়া ফাঁকি, কোথায় দিয়াছ লুকি,
খেলা কর কুদরতের কলে।
তোতা মিয়া বিনয় করি, কর মোরে সহচরী,
নইলে কাতি হানি বগলে।।