মন তোমার স্বভাব ভাল না।
কু স্বভাবে ঠেকছ ফেরে, পথ পাওয়ার ভাও দেখি না।।
মন রে, ভাজের সুতা আউল করিয়ে, পেচ লাগাইয়া পড়ছ ফেরে।
পেচ ভাঙ্গিয়া ভাও করিতে কু স্বভাবে পারে না।।
মন রে, স্বভাব ভাল করতে হলে, মরার আগে মরতে পারলে।
নূতন জীবন প্রাপ্ত হইলে কু স্বভাব আর থাকবে না।।
মন রে, কুরবানীতে মাশুক রাজী, আর যত সব বাজিবুজি।
ইছমাইল কোরবানী হল প্রেমের এই বাহানা।।
মন রে, ষোল আনার কম পড়িলে, কুরবানী যাবে বিফলে।
ষোল আনায় কুরবানী হওয়া কু স্বভাবে পারে না।
মন রে, সন্দেহ থাকে যদি, ভালতে হইবে বদি।
অন্তর্যামী প্রেমময়ে তোমায় ধরা দিবে না।।
মন রে, মাশুক দরবারে যবে, আশেকের দরশন হবে।
দিন দুনিয়া ভুলে গিয়া মাশুক বিনে দেখে না।।
মন রে, আপন বলি যত দাবী, সকলই মাশুককে দিবি।
ইহাতে সন্দেহ রইলে মাশুক রাজী হবেনা।।
মন রে, বিসর্জন জীবন হও, কালেব শূন্য করে নেও।
মাশুকের জীবন দিয়া কালেব জিন্দা কর না।।
মন রে, কিবরিয়া মোকামে খাড়া, মাহমুদাতে আছে ধরা।
আবদুল আযীয দুকূল হারা, ভাও করিয়া যন্ত্রণা।।