শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬৩

আপন সুরত দর্পন বিহনে কেউ দেখে না।
মোর্শেদাবাদ তালাশিলে মিলেরে তার ঠিকানা।।
মন রে, মুর্শেদাবাদ আছে আয়না, প্রেমিক বিনে খোঁজ পাবে না।
ষোল আনায় বেচা কিনা, কমে বিক্রী করেনা।।
মন রে, সে আয়না যার কিনা আছে, দেখতে পাবি তাহার বিচে।
ত্রিপিনিতে বিরাজ করে আপন রূপের কারখানা।।
মন রে, আপন রূপে যে মজিল, পুলছেরাত পার হইল।
খোশ বাগানে খেলাধুলা নিরানন্দ থাকেনা।।
মন রে, 'বাল আহইয়া এন্দা রাব্বি' করিল কুরআনের খোবি।
দলিলে মলিয়া গেল মারেফাতের গঞ্জিনা।।
মন রে, এলেমের পরদা বিচে, যে আলেম পড়ছে পেচে।
ফান্দেতে আটকিয়া রইল, নিজের চিনা হইল না।।
মন রে, নিজকে নিজে না চিনিলে, খোদার চিনা নাহি মিলে।
মানব জীবন বৃথা গেল মতলক হাওয়ান তুলনা।।
মন রে, নিজকে নিজে চিনে আজি, আবদুল আযীয হল মাঝি।
মায়া সাগর দিয়ে পাড়ি, পাইল মাশুক রব্বানা।।