মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭৪

অ মন, কেন কর ভাষার মোনাজাত
'আলিমুন বেজাতিছ ছুদুর' নহে কি কোরআনের আয়াত?
মন রে, দিলের খবর রাখে আল্লা, তাতে একিন না করিলা
মাটির মুখে ভাষার বুলি, কেন কর অযথাত।।
অযথা ফাহেসা কাম, তাহার বদল জাহান্নাম
হেন কর্ম করি তুমি, কেমনে পাবে নাজাত।।
মন রে, প্রেমময়ের প্রেম কর, রেজামন্দি হাসিল কর
সব বাসনা আপনে আপনে ঘটে যাবে সহসাত।।
মন রে, মর্জিতে থাকিও রাজি, আর যত সব বাজিবুজি
'লাতিফুন খাবির' আল্লা, জান না সে দীন নাথ।।
মন রে, মোনাজাত অবুঝের কর্ম, প্রেমিক বুঝে প্রেমের মর্ম
অপ্রেমিকের এই কথা, শিরোপরে বজ্রাঘাত।।
মন রে তোতা মিয়া প্রেম ডোরে, বন্দি হইয়া অকাতরে
মোনাজাত নাদানী ছেড়ে, মর্জি প্রতি দৃষ্টিপাত।।