তুমি আমি দুইয়ের মধ্যে, কে স্বাধীন কে পরাধীন।
ভুল বাজারের অবিচারে, না পাইলাম তার চিন।।
বন্ধু অ, 'আরবা আনাছের' গুণে, আমার আকার এ ভুবনে অ।
তুমি রইলা খোদ গোপনে, আমাতে হইয়া লীন।।
বন্ধু অ, তুমি যদি ছাড় মোরে, আমিও রইতে নারে অ।
যথা তথা অনাদরে, আমি পরাধীন।।
বন্ধু অ, আমি যদি নাহি হই, তোমার ঠিকানা কই অ।
তোমার লাগিয়া আমি কেন উদাসীন।।
বন্ধু অ, পড়িয়াছি মহা ভ্রমে, নেও 'ছেরাতুল মুস্তাকীমে' অ।
ভুল বাজারের সমাগমে, তোতা মিয়া পরাধীন।।