মুর্শেদ শিরোমণি, অবোধ ছাওয়াল আমি, ডাকি পুনি পুনি।।
মুর্শেদ বিদ্যা বুদ্ধিহীন শিশু, আবল তাবল জানি।
ডাকার মত ডাক শিখাইয়া, শান্ত কর প্রাণ।।
মুর্শেদ, সম্বরি লইও দোষ, জেনে অজ্ঞ প্রাণী।
ভাল মন্দ বিবেচনা, কিছু নাহি জানি।।
মুর্শেদ, কৃপাময় তোমার সম, কিছুই না জানি।
শত্রু মিত্র সবা প্রতি সম মেহেরবানী।।
মুর্শেদ, ভুলোকে দুলোকে তুমি, তুমি মহা মণি।
তুমি বই আর কিছু নাই, বিশ্ব জোড়া বাণী।।
মুর্শেদ, অনাদি অনন্ত তুমি, অতুল কাহিনী।
আমি শিশু কি করিব, তোমার নামের ধ্বনি।।
মুর্শেদ, তোতা মিয়ায় নেও না কোলে, মনে স্নেহ গুণি।
তোমা যোগ্য ডাক জানিনা, আবল তাবল বাণী।।