দয়াল মুর্শেদ দয়া কর মোরে।
তোমার কুদরতের মেলা বুঝি কি প্রকারে।।
দয়াল মুর্শেদ, আদম ছুরাতের পশু ছিল মোর এই ইসু।
তোমা পদ লাভ করিয়া শঙ্কা নাই মোর ঘরে।।
দয়াল মুর্শেদ, না পাইলে পদধূলি, ভবের গাঁধা হইত বুলি।
কি দিয়া তুষিব তব দু নয়ন ঝরে।।
দয়াল মুর্শেদ, তোমার গোলামী গুণে, পশু স্বভাব এই অধমে।
ভুলে গিয়ে মানব রত্ন এলে মোর ঘরে।।
দয়াল মুর্শেদ, আবদুল আযীযে কয়, বিয়োগ ফলে যাহা রয়।
'হামাউস্ত' নিয়া খেলা আনন্দ নগরে।।