শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৫২

রাখিব না আর গোপনে।
জগৎ চালাও বলিয়াছ 'ইল্লা বি ইজনিল্লা' গুণে।।
গাছের পত্র হেলেনা রে হুকুম না পাইলে।
আইন করে বন্দেগী নিলে 'শাইঈন কাদির' গৌরব কেনে।।
ভুল এলেমের আইন হইলে মানব দোষী কেন।
আইন বিহনে না পারিলে মোতাকাব্বের কাহার গুণে।।
তোমাকে নমিতে যদি আইনের তর্ক হইল।
'ইয়া এবাদি' বুলি বৃথা, হইয়া গেল আইনের আইনে।।
আবদুল আযীয আইন বুঝিয়া আইনের আইনে বসে।
নিজ ভুবনে ঠেকে রইল প্রেমিকগণের প্রেমবন্ধনে।।