আমি ভাবিয়া কুল পাইলাম না, বন্ধু তোমার এত কারখানা।
বন্ধু রে, খোদেজা বিবির ওফাতকালে, রসুলুল্লা এই বলিলে,
তোমার পূর্বে দুই বিবি আমার আছে বেহেশতখানায়।।
বন্ধুরে, আমার পূর্বে বিবি কই, প্রথম বিবি আমি হই।
অহে রসুল খোদার হাবীব, পরিচয় দাও নাম শুনিতে বাসনা।।
বন্ধুরে, ইসার মাতা মরিয়ম, স্ত্রী ফেরাউনের আছিয়া নাম।
এই দুইজন আগের বিবি, বলিও মোর ছালামখানা।।
বন্ধুরে, আরে মন, তোর সন্দেহ হইলে, ইবনে কাছির তফছির খুলে।
দেখ তুমি নয়ন মেলে, সন্দেহ আর থাকবে না।।
বন্ধুরে, আসল কথা বলি যদি, নাবালেক গণ হইবে বাদী।
হিংস্র জন্তুর মত হইয়া, ঘটাইবে যন্ত্রণা।।
বন্ধুরে, আবদুল আযীয তোমায় বলি, অকূলেতে ঝাঁপ দিলি।
তোরাব আলীর দোয়ার গুণে প্রেমময় তোর আপনা।।